বাংলা নববর্ষ: গুরুত্বপূর্ণ তথ্য (Bangla Noboborsho: Important Facts) ১. সূচনা ও ইতিহাস বাংলা সনের প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায় সহজ করা, কারণ ইসলামি হিজরি সন চন্দ্রভিত্তিক হওয়ায় কৃষিকাজের সাথে মিলত না। সনের গণনার কাজ করেন আমির ফতুল্লাহ শিরাজী, একজন প্রখ্যাত জ্যোতির্বিদ। বাংলা সনের গণনা শুরু হয় ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকে, তবে এটি প্রবর্তিত হয় ১৫৮৪ সালে। ২. বৈশাখ মাসের গুরুত্ব বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম মাস।১ ৪ এপ্রিল (বা মাঝে মাঝে ১৫ এপ্রিল) তারিখে পহেলা বৈশাখ পালিত হয়। ৩. উদযাপনরীতি মঙ্গল শোভাযাত্রা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে এখন UNESCO স্বীকৃত। হালখাতা: ব্যবসায়ীরা পুরোনো হিসাব শেষ করে নতুন খাতা খোলেন। সংস্কৃতিক অনুষ্ঠান: লোকসংগীত, নৃত্য, গ্রামীণ মেলা ইত্যাদির মাধ্যমে উদযাপন হয়। ৪. জাতীয় ঐক্যের প্রতীক বাংলা নববর্ষ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির উৎসব। এটি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। ৫. UNESCO স্বীকৃতি ২০১৬ সালে “মঙ্গল শোভাযাত্রা” ইউনেসকোর “Intangible Cultural Heritage” তালিকায় যুক্ত হয়। বাংলা নববর্ষ ...