ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (২য় অংশ)
ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (২য় অংশ)
১১. অম্লীয় মাটিতে কোন অনুজীবের কার্যাবলি বাড়ে?
ক) ছত্রাক ✅
খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) প্রোটোজোয়া
উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩নং উত্তর দাও:
করিমের ফসল ভালো হয় না। মাটি পরীক্ষা করে দেখল অম্লমান ৮। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে ফসল উৎপাদন করেন ।
১২. উদ্দীপকের আলোকে কোন ফসল ভালো হবে?
ক) লেবু
খ) কাঁঠাল
গ) কফি
ঘ) নারিকেল ✅
১৩. কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে করিমের করণীয়-
i. চারা প্রয়োগ করা
ii. লবণ দূর করা
iii. জিপসাম প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii ও iii
গ) ii ও iii ✅
ঘ) i ও ii
HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
রবিউল ফসলের আশানুরূপ ফলন না পেয়ে কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমির মাটি পরীক্ষা করে দেখলেন যে, মাটির অল্পমান ৪.৫। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সুফল পান।
১৪. রবিউলের জমির মাটি কী ধরনের?
(ক) অম্লীয় ✅
(খ) নিরপেক্ষ
(গ) ক্ষারীয়
(ঘ) লবণাক্ত
১৫. রবিউলের জমির মাটি সংশোধনে প্রযোজ্য পদক্ষেপ—
i. চুন ব্যবহার করা
ii. কাঠের ছাই প্রয়োগ করা
iii. ট্রাইকোডারমা ব্যবহার করা
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii ✅
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখল যে অম্লমান ৮। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়। (সকল বোর্ড-২০১৮)
১৬. উদ্দীপকে উল্লিখিত অম্লমানে কোন উদ্ভিদ ভালো জন্মে?
ক) কাঁঠাল
(খ) লেবু
(গ) কফি
(ঘ) নারিকেল ✅
ii. লবণ দূরীভূত করে
১৭. কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ—
i. কাঠের ছাই প্রয়োগ করে
ii. লবণ দূরীভৃত করে
iii. জিপসাম প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii ✅
(ঘ) i, ii ও iii
১৮. নিচের কোনটি ভূমি সংরক্ষণের উপায়?
ক) ক. বৃক্ষ নিধন
(গ) অধিক চাষ
(খ) জৈব সার প্রয়োগ ✅
ঘ) নিবিড় চাষ
১৯. যদি কোন মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পানি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে?
(ক) দোআঁশ বেলে
খ) দোআঁশ ✅
গ) বেলে এঁটেল
(ঘ) পলি এঁটেল
নোট: দোআঁশ মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দমকণা থাকে। অন্যদিকে বেলে মাটিতে ৭০% বালিকণা থাকে এবং এঁটেল মাটিতে ৩৫% কর্দমকণা থাকে।
২০. কৃষিকাজের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? (সকল বোর্ড-২০২২)
(ক) এঁটেল
(খ) বেলে
(গ) দো-আঁশ ✅
(ঘ) পলি
Comments
Post a Comment