ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (৩য় অংশ)
ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (৩য় অংশ)
২১. মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
ক) সেচ
খ) নিকাশ
খ) মালচিং ✅
ঘ) মৃত্তিকা সংরক্ষণ
২২. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? (সকল বোর্ড-২০২৩)
ক) এঁটেল
খ) পলি
গ) দোআঁশ
ঘ) বেলে ✅
২৩. মালচিং করা হয়— (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)
i. কচুরিপানা দিয়ে
ii. শুকনা লতাপাতা দিয়ে
iii. পলিথিন দিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii ✅
HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)
২৪. মাটির বুনট পরিবর্তন করা যায়— (সিলেট কমার্স কলেজ)
i. বেলে মাটিতে এঁটেল মাটি যোগ করে
ii. মাটিতে অগভীর চাষ দিয়ে
iii. এঁটেল মাটিতে বেলে মাটি যোগ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii ✅
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫. অম্ল মাটিতে বিষাক্ততা দেখা যায়- (বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা)
i. লৌহের
ii. ফসফরাসের
iii. অ্যালুমিনিয়ামের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii ✅
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নোট: মাটির অম্লত্ব বলতে যে মাটিতে OH-আয়নের তুলনায় H+ আয়নের আধিক্যকে বোঝায়। এই মাটিতে লৌহ ও অ্যালুমিনিয়ামের আধিক্য • বা বেশি হলে সংবেদনশীল ফসলে বিষাক্ততা দেখা দিতে পারে। এছাড়াও এ মাটিতে ফসফরাসের সহজলভ্যতা কমে যায়।
২৬. এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে প্রয়োজন -
i. জৈব সার প্রয়োগ
ii. বেলে মাটি প্রয়োগ
iii. পানি সেচ প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✅
(খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
তুহিনের জমির চারিদিকে উঁচু আইল আছে কিন্তু ভারী বৃষ্টিপাতের পরও সে লক্ষ। করল তার জমিতে কোন পানি জমেনি। তুহিন ঐ জমিতে বোরো মৌসুমে ধান চাষ করতে চায়। সে এ বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তাকে মাটির বুনট রূপান্তরের পরামর্শ দেন। (সকল বোর্ড-২০২২)
২৭. তুহিনের জমির মাটি কোন ধরনের?
(ক) বেলে মাটি ✅
(খ) দো-আঁশ মাটি
(গ) পলি মাটি
(ঘ) এঁটেল মাটি
২৮. কৃষি কর্মকর্তার পরামর্শে তুহিন তার জমিতে যে বিশেষ কাজগুলো
করলেন তা হলো—
1. এঁটেল মাটি প্রয়োগ করলেন
ii. চুন প্রয়োগ করলেন
iii. খামারজাত ও কম্পোস্ট সার প্রয়োগ করলেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii ✅
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৯. একটি জমির সর্বোচ্চ ফসলের নিবিড়তা কত হতে পারে? (কুমিল্লা সরকারি সিটি কলেজ)
(ক) ১০০
(খ) ২০০
(গ) ৩০০
(ঘ) 800 ✅
৩০. আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কতটি শ্রেণিতে ভাগ করা হয়েছে? (বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ মোংলা, খুলনা)
(ক) ৯
(খ) ১০
(গ) ১১
(ঘ) ১২ ✅
HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)
Comments
Post a Comment