চিংড়িকে নিশাচর প্রাণী বলা হয় কেন?

চিংড়িকে নিশাচর প্রাণী বলা হয় কেন? 

যেসব প্রাণী তাদের স্বাভাবিক কার্যক্রম রাতে করে থাকে, তাদেরকে নিশাচর বলে। চিংড়ির অধিকাংশ কার্যক্রম যেমন- 

  • খাদ্য গ্রহণ, 
  • খোলস পাল্টানো, 
  • সঙ্গম করা ও 
  • ডিম পাড়া রাতে ঘটে থাকে। 
এজন্য চিংড়িকে নিশাচর প্রাণী বলা হয়।




Comments

Popular posts from this blog

এইচএসসি কৃষি ১ম পত্র ব্যবহারিক PDF ডাউনলোড

pH মিটার ব্যবহার করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ