ছাগলকে গরীবের গাভী বলা হয় কেন? ব্যাখ্যা কর।
ছাগলকে গরীবের গাভী বলা হয় কেন? ব্যাখ্যা কর।
দরিদ্র জনগোষ্ঠী স্বল্প পুঁজি বিনিয়োগ করে ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। ছাগল পালনে খরচ ও খাদ্য উভয়ই কম লাগে অথচ উল্লেখযোগ্য হারে বাচ্চা দেয়। ছাগল ভূমিহীন কৃষক ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায়। এজন্য ছাগল কে গরিবের গাভী বলা হয়।
উল্লেখযোগ্য পয়েন্ট-
- স্বল্প পুঁজি বিনিয়োগ
- খরচ ও খাদ্য উভয়ই কম লাগে
- উল্লেখযোগ্য হারে বাচ্চা দেয়
- আত্মকর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায়
Comments
Post a Comment