হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী পালন করা হয় কেন?

 হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী পালন করা হয় কেন?

হলেস্টাইন ফ্রিজিয়ান একটি উন্নত জাতের গরুর নাম। এই জাতের গাভী মূলত অধিক দুধ উৎপাদনের জন্য লালন পালন করা হয়। হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী গড়ে দৈনিক 30 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম। এছাড়াও এই জাতের গাভীর ওজন অন্যান্য জাতের গাভীর ওজনের থেকে অনেক বেশি, প্রায় 500 থেকে 700 কেজি। হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা দেড় থেকে দুই বছরের মধ্যে প্রথম বাচ্চা দেয়। এছাড়া হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। বাংলাদেশের আবহাওয়ায় এই জাতের গাভী খুবই পালন উপযোগী। এসব কারণে হলেস্টাইন ফিজিয়ান জাতের গাভী পালন করা হয়।




Comments

Popular posts from this blog

এইচএসসি কৃষি ১ম পত্র ব্যবহারিক PDF ডাউনলোড

pH মিটার ব্যবহার করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ