নিরপেক্ষ মাটি বলতে কি বোঝ?
নিরপেক্ষ মাটি বলতে কি বোঝ?
কোন মাটিতে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ OH- আয়ন এর পরিমাণ সমান হলে সে মাটিকে নিরপেক্ষ মাটি বা প্রশম মাটি বলা হয়। নিরপেক্ষ মাটিতে pH এর মান ৭ থাকে। নিরপেক্ষ মাটি অম্লীয় ধর্ম বা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে না। নিরপেক্ষ মাটিতে সব ধরনের পুষ্টি উপাদান সহজলভ্য থাকে। নিরপেক্ষ মাটি ফসল চাষের জন্য সর্বাধিক উপযোগী। অর্থাৎ কোন মাটির pH এর মান ৭ হলে সে মাটিকে নিরপেক্ষ মাটি বলা হয়।
Comments
Post a Comment