পশুকে সবুজ কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
পশুকে সবুজ কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গবাদী পশুর ক্ষেত্রে সবুজ কাঁচা ঘাস একটি গুরুত্বপূর্ণ খাদ্য কারণ এটি সুষম খাদ্যের অন্তর্ভুক্ত। ঘাস একটি আশ জাতীয় খাদ্য। দেশী জাতের গরুকে সাধারণত দৈনিক গড়ে 10 থেকে 12 কেজি সবুজ কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন। অন্যদিকে উন্নত জাতের গরুর ক্ষেত্রে দৈনিক গড়ে 12 থেকে 15 কেজি সবুজ কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন। অধিক দুধ উৎপাদন করার জন্য গাভীকে অবশ্যই সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হয়। সবুজ কাঁচা ঘাস খাওয়ালে পশু সুস্থ -সবল থাকে, স্বাস্থ্য ভালো থাকে, কর্মক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পশুর ওজন বৃদ্ধি পায়। এসব কারণে পশুকে অবশ্যই সবুজ কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন।
Comments
Post a Comment