চিংড়িকে সর্বভুক প্রাণী বলা হয় কেন?
চিংড়িকে সর্বভুক প্রাণী বলা হয় কেন?
চিংড়ি সব ধরনের খাবার খায়। গলদা চিংড়ি প্রধানত জলজ পোকামাকড় ও তার ডিম শুককিট, অ্যালজি, ক্রাস্টেশিয়ান, ছোট মাছ এবং মৃত প্রাণীর অংশবিশেষ খাদ্য হিসেবে গ্রহণ করে। এমনকি চিংড়ি যখন ক্ষুধার্থ থাকে তখন দুর্বল ও ছোট চিংড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই চিংড়িকে সর্বভুক প্রাণী বলা হয়।
Comments
Post a Comment