ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (১ম অংশ)

ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (১ম অংশ)

১. অম্লতা অনুসারে মাটিকে কত ভাগে ভাগ করা হয়?
ক) ২
খ) ৩✅
গ) ৪
ঘ) ৫

২. অম্লীয় মাটিতে ভাল জন্মে—
i. নারিকেল
ii. চা
iii. কফি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii✅
ঘ) i, ii ও iii

৩. মাটির অম্ল-ক্ষারত্ব জানা প্রয়োজন কেন?
ক) সার প্রয়োগ
খ) ফলন নির্ধারণ ✅
গ) সেচ দেয়া
ঘ) চুন প্রয়োগ

৪. প্রশম বা নিরপেক্ষ মাটির অম্লমান (pH) কোনটি?
ক) ৭ এর কম
খ) ৭ ✅
গ) ৭ এর বেশি
ঘ) ৮ এর বেশি

৫. নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল?
ক) নারিকেল
খ) আনারস✅
গ) তাল
ঘ) খেজুর

HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)

৬. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর করে?
ক) মাটির উর্বরতা
খ) মাটির অম্লত্বের তীব্রতা✅
গ) মাটির ক্ষারত্বর তীব্রতা
ঘ) মাটির উৎপাদন ক্ষমতা

৭. অম্ল মানের সঠিক সমীকরণ কোনটি?
ক) pH = log[Na]
খ) pH = –log[H⁺] ✅
গ) pH = log[OH⁻]
ঘ) pH = –log[K⁺]

৮. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? 

 ক) দোআঁশ বেলে
খ) পলি
গ) দোআঁশ
ঘ) এঁটেল ✅

৯. কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
ক) ক্ষারত্ব সংশোধনে
খ) অম্লতা সংশোধনে
গ) লবণাক্ততা দূরীকরণে
ঘ) পানি ধারণ ক্ষমতা বাড়াতে

১০. ক্ষারীয় মাটিতে ভালো জন্মে—

 i. নারিকেল
ii. সুপারি
iii. কফি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii ✅
খ) i ও iii
গ) ii ও iii

নোট: ক্ষারীয় মাটিতে নারিকেল, সুপারি, সরিষা, তিল, কার্পাস, তাল ইত্যাদি ফসল ভালো জন্মে এবং অম্লীয় মাটিতে চা, কফি, আনারস, লেবু, আলু, কাঁঠাল ইত্যাদি ভালো জন্মে।

HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)


Comments

Popular posts from this blog

প্রিয় কলেজ সম্পর্কে লিখে আয় করার দারুণ সুযোগ!

মাঠ ফসল কি?

এইচএসসি (HSC) উচ্চতর গণিত ২য় পত্র জটিল সংখ্যা ৩(ক) পিডিএফ ডাউনলোড