ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (১ম অংশ)
ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (১ম অংশ)
১. অম্লতা অনুসারে মাটিকে কত ভাগে ভাগ করা হয়?
ক) ২
খ) ৩✅
গ) ৪
ঘ) ৫
২. অম্লীয় মাটিতে ভাল জন্মে—
i. নারিকেল
ii. চা
iii. কফি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii✅
ঘ) i, ii ও iii
৩. মাটির অম্ল-ক্ষারত্ব জানা প্রয়োজন কেন?
ক) সার প্রয়োগ
খ) ফলন নির্ধারণ ✅
গ) সেচ দেয়া
ঘ) চুন প্রয়োগ
৪. প্রশম বা নিরপেক্ষ মাটির অম্লমান (pH) কোনটি?
ক) ৭ এর কম
খ) ৭ ✅
গ) ৭ এর বেশি
ঘ) ৮ এর বেশি
৫. নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল?
ক) নারিকেল
খ) আনারস✅
গ) তাল
ঘ) খেজুর
HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)
৬. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর করে?
ক) মাটির উর্বরতা
খ) মাটির অম্লত্বের তীব্রতা✅
গ) মাটির ক্ষারত্বর তীব্রতা
ঘ) মাটির উৎপাদন ক্ষমতা
৭. অম্ল মানের সঠিক সমীকরণ কোনটি?
ক) pH = log[Na]
খ) pH = –log[H⁺] ✅
গ) pH = log[OH⁻]
ঘ) pH = –log[K⁺]
৮. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
ক) দোআঁশ বেলে
খ) পলি
গ) দোআঁশ
ঘ) এঁটেল ✅
৯. কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
ক) ক্ষারত্ব সংশোধনে
খ) অম্লতা সংশোধনে ✅
গ) লবণাক্ততা দূরীকরণে
ঘ) পানি ধারণ ক্ষমতা বাড়াতে
১০. ক্ষারীয় মাটিতে ভালো জন্মে—
i. নারিকেল
ii. সুপারি
iii. কফি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii ✅
খ) i ও iii
গ) ii ও iii
নোট: ক্ষারীয় মাটিতে নারিকেল, সুপারি, সরিষা, তিল, কার্পাস, তাল ইত্যাদি ফসল ভালো জন্মে এবং অম্লীয় মাটিতে চা, কফি, আনারস, লেবু, আলু, কাঁঠাল ইত্যাদি ভালো জন্মে।
HSC AGRICULTURE FIRST PAPER CHAPTER:TWO (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি)
Comments
Post a Comment