ফরমালিন দেয়া মাছ চেনার উপায় আছে?

ফরমালিন দেয়া মাছ চেনার বেশ কয়েকটি উপায় আছে। আমি কয়েকটি উপায় উল্লেখ করছি।

  • ফরমালিন দেয়া মাছটি শক্ত এবং অনমনীয় হবে।
  • ফরমালিন দেয়া মাছের চক্ষুগোলক ফ্যাকাসে হয়ে যাবে এবং ভেতরের দিকে ঢুকানো থাকবে। 
  • আর এসব মাছের দেহে পিচ্ছিল পদার্থ থাকে না। 
  • এবং মাছের যে স্বাভাবিক গন্ধ আছে, ফরমালিন দেয়া মাছের ক্ষেত্রে সেই গন্ধটি পাওয়া যায় না।
  • ফরমালিন দেয়া মাছের গায়ে বা এর আশপাশে মাছি বসে না। 
  • ফরমালিন দেয়া মাছের ফুলকা কালচে বর্ণের হয়ে যায়।


Comments

Popular posts from this blog

এইচএসসি কৃষি ১ম পত্র ব্যবহারিক PDF ডাউনলোড

pH মিটার ব্যবহার করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ