ফরমালিন দেয়া মাছ চেনার উপায় আছে?

ফরমালিন দেয়া মাছ চেনার বেশ কয়েকটি উপায় আছে। আমি কয়েকটি উপায় উল্লেখ করছি।

  • ফরমালিন দেয়া মাছটি শক্ত এবং অনমনীয় হবে।
  • ফরমালিন দেয়া মাছের চক্ষুগোলক ফ্যাকাসে হয়ে যাবে এবং ভেতরের দিকে ঢুকানো থাকবে। 
  • আর এসব মাছের দেহে পিচ্ছিল পদার্থ থাকে না। 
  • এবং মাছের যে স্বাভাবিক গন্ধ আছে, ফরমালিন দেয়া মাছের ক্ষেত্রে সেই গন্ধটি পাওয়া যায় না।
  • ফরমালিন দেয়া মাছের গায়ে বা এর আশপাশে মাছি বসে না। 
  • ফরমালিন দেয়া মাছের ফুলকা কালচে বর্ণের হয়ে যায়।


Comments

Popular posts from this blog

প্রিয় কলেজ সম্পর্কে লিখে আয় করার দারুণ সুযোগ!

মাঠ ফসল কি?

এইচএসসি (HSC) উচ্চতর গণিত ২য় পত্র জটিল সংখ্যা ৩(ক) পিডিএফ ডাউনলোড