চিংড়ি চাষ লাভজনক কেন?
চিংড়ি চাষ লাভজনক কেন?
চিংড়ি চাষ লাভজনক কারণ দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে চিংড়ির দাম এবং চাহিদা উভয়ই অনেক বেশি। অল্প বিনিয়োগে চিংড়ি খামার গড়ে তোলা যায়। কৃষকেরা স্বল্প ব্যয়ে এবং ক্ষুদ্র আকারে চিংড়ি খামার গড়ে তুলতে পারেন। বর্তমানে মাছ রপ্তানির প্রায় 65 শতাংশই হল চিংড়ি। এছাড়া বর্তমানে চিংড়ি থেকে রপ্তানি আয় মোট জাতীয় আয়ের প্রায় 7.8 শতাংশ। এছাড়া চিংড়ির পোনা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা যায়। এছাড়া চিংড়ি এমনকি ধান ক্ষেতেও চাষ করা যায়। সব মিলিয়ে বলা যায়, চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক।
Comments
Post a Comment