কি কি কারণে মাছ রোগে আক্রান্ত হয়? ব্যাখ্যা কর।


কি কি কারণে মাছ রোগে আক্রান্ত হয়? ব্যাখ্যা কর।



বিভিন্ন রোগজীবাণু এবং পরিবেশগত পীড়ণের পারস্পরিক ক্রিয়ায় মাছ রোগে আক্রান্ত হয়। আমি ৮ থেকে ১০ টি কারণ উল্লেখ করছি, যেসব কারণে মাছ রোগে আক্রান্ত হতে পারে। যেমন-  

  1. পানির ভৌত ও রাসায়নিক গুণাবলী নষ্ট হওয়ার কারণে মাছ রোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও 
  2. ভাইরাসের কারণে আক্রান্ত হতে পারে,
  3. ব্যাকটেরিয়ার কারণে, 
  4. ছত্রাকের কারণে, 
  5. পরজীবীর কারণে,
  6. অতিরিক্ত সার ও কীটনাশকের প্রভাবে মাছ রোগে আক্রান্ত হতে পারে। 
  7. অতিরিক্ত মাছ মজুদ করলে  মাছ রোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও 
  8. পানি দূষণের কারণে ও 
  9. ক্ষতিকর শিল্প বর্জ্যের কারণে মাছ রোগে আক্রান্ত হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

প্রিয় কলেজ সম্পর্কে লিখে আয় করার দারুণ সুযোগ!

মাঠ ফসল কি?

এইচএসসি (HSC) উচ্চতর গণিত ২য় পত্র জটিল সংখ্যা ৩(ক) পিডিএফ ডাউনলোড