মাটির pH জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
মাটির pH জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
ফসল ফলানোর ক্ষেত্রে মাটির pH জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন pH এর মাটিতে বিভিন্ন ফসল ভালো জন্মে। ফসল ফলানোর পূর্বে তাই অবশ্যই মাটির pH জানা প্রয়োজন। যেমন- অম্লীয় মাটিতে চা, কফি, আনারস, লেবু, কমলা ইত্যাদি ফসল ভালো জন্মে।
ক্ষারীয় মাটিতে নারিকেল, সুপারি, তাল, আখ, পেয়ারা ইত্যাদি বিভিন্ন ফসল ভালো জন্মে। আবার নিরপেক্ষ মাটিতে প্রায় সব ধরনের কৃষি ফসল যেমন- ধান, পাট, ডাল ফসল, সবজি ফসল, তুলা, সরিষা ইত্যাদি ভালো জন্মে। তাই ফসল ফলানোর ক্ষেত্রে মাটির pH জানা অবশ্যই প্রয়োজন।
Comments
Post a Comment