সৈয়দ মনজুরুল ইসলাম

 সৈয়দ মনজুরুল ইসলাম


১৯৭৪ সালে ‘ বিচিত্রা'য় প্রকাশিত ‘ বিশাল মৃত্যু ’ গল্প দিয়ে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ সৈয়দ মনজুরুল ইসলামের । এরপর বিরতি দিয়ে ফের আশির দশকে আবার গল্প লেখা শুরু করেন তিনি । গল্পগ্রন্থসহ তাঁর সাহিত্য সমালোচনা , নন্দনতত্ত্ব ও প্রবন্ধের বই বেরিয়েছে । 

তাঁর বইয়ের মধ্যে রয়েছে -

  • নন্দনতত্ত্ব ’ 
  • ‘ নন্দীছড়ার যোদ্ধারা , 
  • ‘ একাত্তর ও অন্যান্য গল্প ’ , 
  • ‘ দেখা অদেখার গল্প ' , 
  • ‘ কানাগলির মানুষেরা ' ইত্যাদি।

২০০৫ সালে প্রকাশিত ' প্রেম ও প্রার্থনার গল্প ' প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করে। 

১৯৯৬ সালে সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৬ সালে কাজী মাহবুবউল্লাহ পুরস্কারেও ভূষিত হন। 

২০১৮ সালে পান একুশে পদক।

Comments

Popular posts from this blog

এইচএসসি কৃষি ১ম পত্র ব্যবহারিক PDF ডাউনলোড

pH মিটার ব্যবহার করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ