মীর মশাররফ হোসেন

মীর মশাররফ হোসেন


১৮৪৭ খ্রিষ্টাব্দের ১৩ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের জন্ম। তাঁর পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন প্রচুর ধন-সম্পদের মালিকপ্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশিদূর অগ্রসর না হলেও মীর মশাররফ হোসেন ফরিদপুর নবাব এস্টেটে ও দেলদুয়ার এস্টেটে চাকরি করে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। এরপর তিনি কলকাতায় অনেক দিন অবস্থান করেন। ছাত্রজীবনেই 'সংবাদ প্রভাকর' পত্রিকার তাঁর রচনা প্রকাশিত হয়। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক হিসেবে তিনি খ্যাত।




 
তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে— 

নাটক : 

  • 'বসন্তকুমারী',
  •  'জমীদার দর্পণ',
  •  ‘এর উপায় কি;
গদ্য : 

  • 'বিষাদ-সিন্ধু
    ', 
  • 'নিয়তি কি অবনতি', 
  • 'উদাসীন পথিকের মনের কথা', 
  • 'গাজী মিয়ার বস্তানী', 
  • 'ফাস কাগজ' প্রভৃতি। 
মহররমের বিষাদময় ঐতিহাসিক কাহিনি অবলম্বনে রচিত 'বিষাদ-সিন্ধু' তাঁর বিস্ময়কর সৃষ্টি। তাঁর রচিত মহাকাব্যধর্মী এই উপন্যাস বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।

মীর মশাররফ হোসেন ১৯১১ খ্রিষ্টাব্দের ১৯শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

কারবালা-প্রান্তর -মীর মশাররফ হোসেন

Comments

Popular posts from this blog

এইচএসসি কৃষি ১ম পত্র ব্যবহারিক PDF ডাউনলোড

pH মিটার ব্যবহার করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ