কাজী আবদুল ওদুদ


কাজী আবদুল ওদুদ

কাজী আবদুল ওদুদ ১৮৯৪ খ্রিস্টাব্দের ২৬ শে এপ্রিল রাজবাড়ি জেলার পাংশা থানার বাগমারা গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজী সগীরউদ্দীনমাতা খোদেজা খাতুন। অসাধারণ মেধাবী কাজী আবদুল ওদুদ কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। প্রেসিডেন্সি কলেজে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়, বিচারপতি আমীন আহমদ প্রমুখ তাঁর সহপাঠী ছিলেন। তিনি সংস্কৃত, ফারসি, উর্দু ও আরবি ভাষায়ও দক্ষতা অর্জন করেন। ছাত্রাবস্থায়ই তিনি রবীন্দ্রভক্ত হন এবং সাহিত্যচর্চা শুরু করেন। ১৯২০ খ্রিষ্টাব্দ থেকে ১৯৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে (বর্তমান ঢাকা কলেজে) বাংলা বিষয়ে অধ্যাপনা করেনএ সময় ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের সদস্যরা 'বুদ্ধির মুক্তি' আন্দোলন পরিচালনা করেন। কাজী আবদুল ওদুদ ছিলেন এ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক যুগন্ধর পুরুষ। কাজী আবদুল ওদুদ বাংলা সরকারের টেক্সট বুক কমিটির সম্পাদক নিযুক্ত হয়ে কলকাতা যান। সেখানে অবস্থানকালে তিনি পুরোপুরি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। 

'সংকল্প' এবং 'তরুণপত্র' নামে দুটি পত্রিকা তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। 

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- 

গল্প : 

  • 'মীর পরিবার'; 
উপন্যাস 

  • 'নদীবক্ষে', 
  • 'আজাদ'; 
প্রবন্ধ : 

  • ‘নবপর্যায় (১ম ও ২য় খণ্ড)', 
  • 'রবীন্দ্রকাব্যপাঠ', 
  • 'সমাজ ও সাহিত্য', 
  • 'শাশ্বতবঙ্গ', 
  • 'আজকার কথা', 
  • 'নজরুল প্রতিভা', 
  • ‘কবিগুরু রবীন্দ্রনাথ', 
  • 'বাংলার জাগরণ' ইত্যাদি। 
এছাড়া তিনি 'ব্যবহারিক শব্দকোষ' নামে একটি অভিধান সংকলন করেন। 

১৯৭০ খ্রিষ্টাব্দের ১৯শে মে কাজী আবদুল ওদুদ কলকাতায় মৃত্যুবরণ করেন

শিক্ষাচিন্তা - কাজী আবদুল ওদুদ

Comments

Popular posts from this blog

এইচএসসি কৃষি ১ম পত্র ব্যবহারিক PDF ডাউনলোড

pH মিটার ব্যবহার করে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ