Posts

Showing posts from December, 2025

ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কি?

Image
 ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কি?  ফরমালিন দেয়া মাছ চেনার উপায়- ফরমালিন দেয়া মাছের চোখগুলো সাধারণত ফ্যাকাসে বর্ণের হয়ে যায় এবং ভেতরের দিকে ঢোকানো থাকে।  ফরমালিন দেয়া মাছের গায়ে পিচ্ছিল পদার্থ থাকে না।  ফরমালিন দেয়া মাছের ফুলকা গুলো লালচে বর্ণের থাকে না বরং কালচে বর্ণের হয়ে যায়।  এদের দেহ শুষ্ক হয়ে যায়।  আমরা জানি, মাছের একটি স্বাভাবিক গন্ধ আছে। সেই গন্ধটিও ফরমালিন দেয়া মাছে পাওয়া যায় না। এবং এই ধরনের মাছে সাধারণত মাছিও বসে না।