ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কি?
ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কি?
ফরমালিন দেয়া মাছ চেনার উপায়-
- ফরমালিন দেয়া মাছের চোখগুলো সাধারণত ফ্যাকাসে বর্ণের হয়ে যায় এবং ভেতরের দিকে ঢোকানো থাকে।
- ফরমালিন দেয়া মাছের গায়ে পিচ্ছিল পদার্থ থাকে না।
- ফরমালিন দেয়া মাছের ফুলকা গুলো লালচে বর্ণের থাকে না বরং কালচে বর্ণের হয়ে যায়।
- এদের দেহ শুষ্ক হয়ে যায়।
- আমরা জানি, মাছের একটি স্বাভাবিক গন্ধ আছে। সেই গন্ধটিও ফরমালিন দেয়া মাছে পাওয়া যায় না। এবং এই ধরনের মাছে সাধারণত মাছিও বসে না।
Comments
Post a Comment