The Brown Plant Hopper: A harmful pest of rice
ধানের ক্ষতিকর পোকা বাদামী গাছ ফড়িং (Brown Plant Hopper) Brown Plant Hopper পোকা পরিচিতি পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং প্রায় ৪ মিলিমিটার লম্বাএবং বাদামি রঙের হয়। এই পোকা পূর্ণবয়স্ক অবস্থায় লম্বা পাখা ও ছোট পাখাবিশিষ্ট হয়ে থাকে। পূর্ণবয়স্ক স্ত্রী ফড়িং পাতার খোল, পাতা ও পাতার মধ্যশিরার ভিতরে ডিম পাড়ে। চার থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে কীড়া বের হয়। প্রথম পর্যায়ে কীড়াগুলোর রঙ সাদা থাকে এবং পরে বাদামি আকার ধারণ করে। কীড়া থেকে পূর্ণবয়স্ক ফড়িং-এ পরিণত হতে আবহাওয়া ভেদে ১৪-২৬ দিন সময় লাগে। পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং প্রায় তিন সপ্তাহ বেঁচে থাকতে পারে। ক্ষতির ধরন বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়েই ধান গাছর গোড়ায় বসে রস শুষে খায়। সাধারণত কাইচথোড় শুরুর থেকে এ পোকার আক্রমণ দেখা যায় । বোরো ও আমন মৌসুমে এ পোকার আক্রমণ দেখা যায়। বিপুলসংখ্যক ফড়িং রস শুষে খাওয়ার ফলে হপার বার্ণ বা ফড়িং পোড়ার সৃষ্টি হয়। আর্দ্র ও ছায়াযুক্ত স্থান এবং জমিতে পানি জমে থাকলে আক্রমণ বেশি হয়। Hopper Burn হপার বার্ণ দমন ব্যবস্থাপনা আলোকফাঁদ ব্যবহার করা । জমিতে রোপণের দূরত্ব বাড়িয়ে দে...